জেলা

সন্দেশখালিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অবশেষে বর্ষশেষে প্রশাসনিক বৈঠকে সন্দেশখালি পৌঁছলেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালির মিশন মাঠে মুখ্যমন্ত্রীর কোপটার অবতরণ করে। সেখান থেকে আজ সন্দেশখালির মানুষের জন্য বিশেষ ঘোষণা করতে চলেছেন তিনি। সরকারি সুযোগ সুবিধা দেবেন মুখ্যমন্ত্রী সেখানকার বাসিন্দাদের। প্রায় ১ বছর পর সন্দেশখালিতে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রের খবর, সন্দেশখালির মহিলাদের জন্য  ‘লক্ষ্মীর ঝাঁপি’ নিয়ে সেখানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা দ্বীপভূমির মহিলাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী বলে জানা যাচ্ছে। যার মধ্যে রয়েছে সবুজসাথীর সাইকেল, বাংলার আবাস যোজনার ঘর তৈরির চেক, মৎস্যজীবীদের নৌকা, স্থানীয় বেকারদের ই-রিকশ ইত্যাদি। উল্লেখ্য, সন্দেশখালির প্রতিবাদী মুখ সুজয় মাস্টার গতকালই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি এবার রেখা পাত্রও যোগ দেবেন তৃণমূলে?  সেই দিকেই তাকিয়ে সবাই, পাশাপাশি মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকেও রয়েছে নজর।