কলকাতা

আগামী সপ্তাহে নদীয়া সফরে মুখ্যমন্ত্রী

আগামী সপ্তাহে নদীয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজনৈতিক সভা করবেন। পাশাপাশি করবেন ওই জেলার প্রশাসনিক বৈঠকও। সোমবার কলকাতায় শহিদ মিনারে শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। পরদিনই নদীয়া রওনা দেবেন তিনি। ৮ নভেম্বর তাঁর কৃষ্ণনগর পৌঁছনোর কথা। ৯ তারিখ তৃণমূল কংগ্রেসের একটি সভায় বক্তৃতা রাখবেন দলনেত্রী। এগুলি পঞ্চায়েত ভোটের আগে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ওই জেলার প্রশাসনিক সভা ১০ নভেম্বর। নবান্ন সূত্রের খবর, ওইদিন তিনি বিভিন্ন প্রকল্প রূপায়ণের হিসেব নেবেন।  অন্যদিকে, হুগলির ত্রিবেণী থেকে দক্ষিণ ২৪ পরগনার মধ্যে হুগলি নদীতে ২২টি নতুন ভেসেল চালাবে রাজ্য। বিভিন্ন ঘাটের মধ্যে পারাপারের জন্যই এই পরিবেশবান্ধব ভেসেলগুলি চালানো হবে। সেগুলির নামকরণ করতে অনুরোধ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। বায়োটয়লেটযুক্ত, ১০০ সিটের প্রতিটি ভেসেল তৈরিতে খরচ পড়েছে ১ কোটি ৭০ লক্ষ টাকা। ২২টি নতুন জেটিও তৈরি করা হবে। যার মধ্যে ন’টি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।