আরজি কর কাণ্ডের জেরে এক মাসেরও বেশি সময় ধরে কর্মবিরচতি চলছে জুনিয়র ডাক্তারদের। রাজ্যের দাবি এই কর্মবিরতির জেরে প্রাণ গিয়েছে এখনও পর্যন্ত ২৯ জনের। এবার মৃতদের পরিবারের উদ্দেশে ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে জানান, প্রত্যেক মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। ৯ অগাস্ট আরজি করের জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই একাধিক দাবি থেকে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারের দাবি, হাসপাতালে গিয়েও চিকিৎসা না পেয়ে ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ২৯ জনের। প্রত্যেকের পরিবারই ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, ‘জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য পরিষেবা, এর জেরে আমরা হারিয়েছি ২৯ জন মানুষকে’।