জেলা

বাগনানে পিকআপ ভ্যানের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

পিকআপ ভ্যান অটোয় ধাক্কা মারায় মৃত্যু হল এক ৭ বছরের শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার তামুলতলায়। এই দুর্ঘটনায় ১ মহিলা ও ২ শিশু সহ ৪ জন জখম হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার বেলা ১১ টা নাগাদ তামুলতলার কাছে যাত্রী তোলার সময় কলকাতা অভিমুখে যাওয়া একটি পিকআপ ভ্যান অটোর পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা জাতীয় সড়কের পাশে থাকা পুলিশের একটি কিয়স্কে  আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি জাতীয় সড়কও অবরোধ করা হয় বলে খবর।  প্রায় ঘণ্টাখানেক পর পুলিসের হস্তক্ষেপে অবরোধ ওঠে।