জেলা

মালদায় ইটভাটার চৌবাচ্চায় পড়ে মৃত দুই শিশু

খেলতে গিয়ে ইটভাটার চৌবাচ্চায় পড়ে মৃত্যু হল দুই বাচ্চার । দু’টি মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পুরনো মালদার নলডুবি এলাকার একটি ইটভাটায়। মৃত দুই বাচ্চার নাম ঋত্মিক তাঁতি (৬) ও রোশন তাঁতি (৫) । তাদের বাড়ি বিহারের ভাগলপুরে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাদের বাবা করণ তাঁতি, স্ত্রী কিরণ তাঁতি ও দুই সন্তানকে নিয়ে মাস তিনেক আগে পুরোনো মালদার নলডুবি এলাকায় শ্রমিকের কাজ করতে আসেন। অন্যদিনের মতো গতকাল বিকেলেও তাঁরা কাজে ব্যস্ত ছিলেন । সেই সময় দুই ছেলে ইটভাটাতেই খেলাধুলো করছিল । সন্ধেয় কাজ শেষে দুই সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন ওই দম্পতি । প্রায় দু’ঘণ্টা পরে ইটভাটার শ্রমিক ও স্থানীয়দের সহযোগিতায় ইটভাটার চৌবাচ্চা থেকে দুই সন্তানকে উদ্ধার করা হয় ৷