বিদেশ

পৃথিবীর কক্ষে ৯টি নজরদারি স্যাটেলাইট বসালো চিন

প্রপেল্যান্ট ক্যারিয়ার রকেটে চাপিয়ে ৯টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো চিন। এই উপগ্রহগুলি পৃথিবীর মাধ্যাকর্ষণের শক্তি কাটিয়ে কক্ষপথে গিয়ে বসেও গেছে। এরপর তাদের কাজ পৃথিবীর উপর নজরদারি চালানো। লং মার্চ ১১ পরিবারেরই অন্তর্ভুক্ত এই নতুন ৯টি স্যাটেলাইট। এরা হল লং মার্চ ১১-এইচওয়াই২। চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, পশ্চিম প্রশান্তমহাসাগরীয় ‘ইয়েলো সি’ থেকে এই কৃত্রিম উপগ্রহগুলির উত্‍ক্ষেপণ করেছে চিন। স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিট নাগাদ।