সোমবার সকালে একটি কিন্ডারগার্টেনে ছুরি হাতে হামলা চালায় ২৫ বছর বয়সী যুবক। হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন। গুরুতর জখম হয়েছেন একজন। নিহতদের মধ্যে তিন শিশু, দুই অভিভাবক ও একজন শিক্ষক রয়েছেন। ইতিমধ্যেই আততায়ী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও কী কারণে হামলা তা জানা যায়নি। তবে পুলিশ আধিকারিকদের অনুমান, পুরানো কোনও শত্রুতার জেরেই ওই হামলার ঘটনা ঘটতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার সকাল (স্থানীয় সময়) সাতটা ৪০ নাগাদ চিনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে হানা দেয় ২৫ বছর বয়সী এক যুবক। তার পরে আচমকাই ছুরি চালাতে থাকে। ওই ছুরিতে ক্ষতবিক্ষত হয় তিন খুদে পড়ুয়া, দুই অভিভাবক ও দুই শিক্ষক। আততায়ীর ওই রুদ্রমূর্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের খুদে পড়ুয়া ও শিক্ষকরা। পরে পুলিশে এসে হামলাকারীকে গ্রেফতার করে। যদিও নিহত ছয়জনের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের অভিযুক্ত উ’কে তার গোটা পরিবার সহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ এও জানান, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে স্কুলের মধ্যে এই হামলা চালানো হয়েছিল। সাম্প্রতিক কিছু বছরে চিনের স্কুলগুলোতে দুষ্কৃতিদের দ্বারা হওয়া ছুরির হামলার পরিমার বেড়ে গিয়েছে বলেই খবর।