যাদবপুরকাণ্ডে চড়ছে উত্তাপ। বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের জেরে ১৬ জন পড়ুয়াকে তলব করেছিল পুলিস। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, পুলিসি হেনস্থার অভিযোগে যাদবপুর থানার সামনে শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ। গ্রেফতার করা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া সৌপ্তিক চন্দ্রকে। গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এনিয়ে প্রবল বিক্ষোভ হয় বিশ্ববিদ্যালয়ে। অগ্নিকাণ্ড ঘটে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’-র অফিসে। সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার জেরে থানায় ডেকে পাঠানো হয় সৌপ্তিককে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। এরপরই থানার সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। থানার সামনে তারা স্লোগান দিতে থাকেন। পাল্টা তাদের অভিযোগ, তাদের কথা শুনছে না পুলিস। ছাত্রছাত্রীদের বক্তব্য, সম্পূর্ণ মিথ্যে মামলা রুজু করা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে। পড়য়াদের আইজীবী জানিয়েছেন ওই গ্রেফতারির বিরুদ্ধে তারা হাইকোর্টে যাবেন। অনির্বাণ সাধুখাঁ নামে এক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, এখনওপর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
