কলকাতা

ঈদের পর থেকেই মাস্ক পরবেন মুখ্যমন্ত্রী, রাজ্যবাসীকে আবারও কোভিডবিধি মানার পরামর্শ

কোভিড নিয়ে রাজ্যবাসীকে সাবধান করে মাস্ক পরার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরামর্শের পরেই রাজ্য স্বাস্থ্য দফতর জারি করেছিল বিজ্ঞপ্তি। বুধবার আবারও কোভিড নিয়ে রাজ্যবাসীকে সাবধান করলেন তিনি। এদিন তিনি বলেন, ঈদের পরে আবার মাস্ক পরা শুরু করবেন তিনি। বলেছেন, সকলে যেন করোনাবিধি মেনে চলেন। সকলে যেন মাস্ক পরেন। সেই সঙ্গে তাঁর পরামর্শ ভিড় এড়িয়ে চলার। এদিন তিনি বলেন, রাজ্যে নিয়ন্ত্রণে আছে করোনা পরিস্থিতি। তবু আগে থাকে সতর্ক হওয়া প্রয়োজন। তথ্য তুলে ধরে তিনি বলেন, বর্তমানে ৪৯ জন কোভিড আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন। ৯ জনের অক্সিজেন লাগছে। তবে কেউ ভেন্টিলেশনে নেই। তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে মুখ্যমন্ত্রীর পরামর্শ,  রোদে বাইরে না বেরানোর। বেরালেও ছাতা নিয়ে বেরানোর। তেষ্টা না পেলেও প্রচুর জল পান করার। সেই সঙ্গে ওআরএস এবং লেবু-বিটনুনের শরবত পান করার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, করোনা নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তঃস্তত্বা, শিশু, কোমর্বিডিটি থাকা ব্যক্তি ও বয়স্করা যাতে ভিড় এড়িয়ে চলেন। বলা হয়েছে, যারা এখনও বুস্টার ডোজ নেননি তাঁরা যেন দ্রুত নিয়ে নেন। আরও পরামর্শ, ভিড় এলাকায় মাস্ক পরার। নির্দেশিকাতে বলা হয়েছে, রাজ্যের করোনা হেল্পলাইন ১৪৪১৬। শিশুদের স্যানিটাইজার ব্যবহার করানোর ও সাবান দিয়ে হাত ধোয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্তঃস্তত্বা, শিশু, কোমর্বিডিটি থাকা ব্যক্তি ও বয়স্কদের বলা হয়েছে সর্দি-কাশিতে ভুগছেন এমন মানুষদের শারীরিক ভাবে এড়িয়ে চলার কথা। সকলের উদ্দেশ্যে নির্দেশ, হাঁচি ও কাশির সময় নাক ও মুখ ঢেকে রাখার। বলা হয়েছে, সর্দি-কাশি, জ্বর ও গলা ব্যথা হলে করোনা পরীক্ষা করাতে। অক্সিজেন স্যাচুরেশন কমলে বা শ্বাসকষ্ট হলে হাসপাতালে যেতে বলা হয়েছে। কেউ করোনা (COVID 19) আক্রান্ত হলে তাঁকে অন্তত ১ সপ্তাহ আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশ, চিকিৎসকদের পরামর্শ ছাড়া অ্যান্টি বায়োটিক ও কফ সিরাপ না খাওয়ার।