জেলা

দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 মঙ্গলবার দিঘার কর্মীসভা থেকে তিনি গিয়েছিলেন নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে। সেখানেই কেমন হবে মূর্তি বা মন্দিরের আচার, তা নিয়ে পরিকল্পনার কথা বলেন। রেল স্টেশনের কাছে মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, আগামী ১৮ মাসের মধ্যে মন্দির তৈরির কাজ শেষ হবে। উল্লেখ্য, করোনাকালের আগেই শুরু হয়েছিল এই জগন্নাথ মন্দির নির্মাণের কাজ। তবে অতিমারির জন্য সেই কাজ স্থগিত ছিল দীর্ঘ দিন। এদিন কর্মীসভা থেকে দলের স্থানীয় নেতৃত্বদের বার্তা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, সবাইকে এক হয়ে চলতে হবে। আরও বলেন, কারও সঙ্গে কারও ঝগড়া চলবে না। এই একটি কথাতেই তিনি বুঝিয়ে দেন, কোনও রকম অন্তর্দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। এদিন তাঁর সাফ কথা, সৎ ও পরিচ্ছন্নদেরই প্রার্থী করা হবে। বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে আমরা সৎ মানুষ চাই’।