বিদেশ

আত্মসমর্পণের আগেই গ্রেফতার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ মামলায় আদালতে আত্মসমর্পণের আগেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের হেফাজতে নিল পুলিশ।ইতিমধ্যেই ম্যানহাটন আদালতে শুরু হয়েছে শুনানি। ওই শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাঁদের যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য নীল ছবির নায়িকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। গত বৃহস্পতিবারই ম্যানহাটন আদালতের অ্যাটর্নির কার্যালয় তাঁকে দোষী সাব্যস্ত করে। মার্কিন ইতিহাসে ট্রাম্পই হলেন প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন। ওই মামলাতেই মঙ্গলবার দুপুরে (স্থানীয় সময়) ম্যানহাটন আদালতে আত্মসমর্পণের জন্য হাজির হন রিপসাবলিকান নেতা। প্রাক্তন প্রেসিডেন্টের হাজিরা ঘিরে যাতে অশান্তি না বাঁদে তার জন্য নিউইয়র্ক শহরকে নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছে। ৩৫ হাজারের বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকটি রাস্তায় যান চলাচলও বন্ধ রেখেছে পুলিশ। দলীয় নেতার পাশে থাকতে ফ্লোরিডা সহ বিভিন্ন প্রান্ত থেকে নিউইয়র্কে পৌঁছেছেন বহু রিপাবলিকান কর্মী-সমর্থকরা। আদালতের কার্যক্রম শেষে যাতে তারা তাণ্ডব চালাতে না পারে তার জন্য একাধিক পদক্ষেপ করেছে নিউইয়র্ক পুলিশ।