কলকাতা

নেতাজি ইন্ডোরে ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী

করমণ্ডল দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত এবং অঙ্গহানি হয়েছে এমন পরিবারের একজন করে সদস্যের হাতে তিনি তুলে দেন হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র।  নিহতদের আত্মার শান্তিকামনা করে এক মিনিটের নীরবতা পালন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলে।  পরিযায়ী শ্রমিকদের হাতেও তুলে দেন আর্থিক সাহায্যের এককালীন চেক। কথা বলেন নিহত এবং আহত যাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গে। আশ্বাস দেন সবরকম ভাবে সাহায্যের। জানা গিয়েছে, অল্প আহত এবং ফিরতে ইচ্ছুক এমন ব্যক্তিদের রাজ্যে ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি। এদিন তাঁর আশ্বাস, ধীরে ধীরে অল্প আহতদের ফেরানো হবে তাঁদের বাড়ির কাছের হাসপাতালে। প্রথম সাহায্য প্রাপকের নাম রুহুল আলম। তিনি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। দ্বিতীয় জন মুর্শিদাবাদ জেলার শশাঙ্ক টুডু। উল্লেখ্য, নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। গুরুতর আহতরা পাচ্ছেন ১ লক্ষ টাকা। অল্প আহতদের জন্য বরাদ্দ ৫০ হাজার টাকা। যারা আরও কম আহত তাঁরা পাচ্ছেন ২৫ হাজার টাকা। যে সমস্ত যাত্রীরা (বেশিরভাগ পরিযায়ী শ্রমিক) রক্ষা পেয়ে ফিরেছেন তাঁরা ট্রমায় আছেন। এঁদের সকলকে এককালীন ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। দেওয়া হবে চাল-ডাল সহ রান্নার প্রয়োজনীয় উপকরণ। আপাতত ৪ মাস ছাড়া দেওয়া হবে ২ হাজার টাকা করে। নিহত এবং অঙ্গহানি হয়েছে এমন পরিবারের একজন করে সদস্য পাচ্ছেন হোমগার্ডের চাকরি।

banganews.net