চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ যান মুম্বইয়ের টাটা ক্যানসার মেমোরিয়ালে। মারণরোগ ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বইতে দিনের পর দিন পড়ে থাকতে হয়। মূলত মুম্বইতে চিকিৎসার জন্য হোটেল ভাড়া করে থাকাটা যথেষ্ট ব্যায়বহুল। তাই বাংলার ক্যানসার রোগীদের জন্য বিশেষ চিন্তাভাবনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ধাঁচেই মুম্বইতেও বঙ্গ ভবন গড়তে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মনের কথা মুম্বই সফরে গিয়ে পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরেকে জানিয়েছে বলেও জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, বাংলা থেকে যারা মুম্বই গিয়ে ক্যানসারের চিকিৎসা করাচ্ছেন তারা যাতে সহজে ও কম খরচে বঙ্গ ভবনে থাকতে পারে। দিল্লিতেও দুটি বঙ্গভবন রয়েছে। সেই ধাঁচেই মুম্বইতেও একটি বঙ্গ ভবন করতে চাইছেন আগ্রহী মমতা। মুম্বইতে বঙ্গ ভবন বানাতে মমতার জমি চাওয়ার বিষয়টি সামনে এনেছেন সঞ্জয় রাউত। শিবসেনার মুখপত্র ‘সামনা’-য় তিনি লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চাহিদা মোটেও অকারণে নয়। মুম্বইতে ওড়িশা ভবন, উত্তরপ্রদেশ ভবন রয়েছে। পশ্চিবমঙ্গ স্বাধীনতা সংগ্রাম ও সামাজিক বিপ্লবে অনেক বড় ভূমিকা পালন করেছে। দুই রাজ্যের মধ্যে একটা মানবিক সম্পর্ক রয়েছে। যা রক্ষা করতে হবে।’ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের কথাতেই স্পষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাকে মান্যতা দেবে মারাঠা সরকার। খুব শীঘ্রই মহারাষ্ট্র সরকারের তরফে জমি দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।