কলকাতা

‘কেন্দ্র কিছুতে ছুটি দেয় না’, রাজ্যে ছট পুজোয় ২ দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ছট পুজোয় ২ দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রতিবার যেমন করেন, এবছরও পুজো দিলেন কলকাতার দইঘাটে। গেলেন তক্তা ঘাটেও। কলকাতা ছটপুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। তক্তাঘাটে তিনি বলেন, ‘আমাদের অনেক মা-বোন আছে, যাঁরা ৩৬ ঘণ্টা উপোস করে, তারপর এই পুজো করে। আমিও খেয়ে আসিনি।  আমার নামেও গঙ্গা সাগরে পুজো হয়। যে দেশে গঙ্গা বয়ে যায়, সেই দেশ পবিত্র দেশ। আমাদের রাজ্য়ে গঙ্গা আছে। আমি গঙ্গাকে প্রণাম করি’। তিনি বলেন, ”বাংলায় আমরা সমস্ত উৎসবে ছুটি দিই। ছটপুজোতেও ২ দিন ছুটি। আপনারা জানেন, দিল্লি কিছুতে ছুটি দেয় না। কিন্তু আমরা দিই। ইদ, ছটপুজো সবেতে দিই।”শুক্রবার থেকে শুরু হয়েছে ছট পুজো। চলবে সোমবার পর্যন্ত। শহর ও রাজ্যে বিভিন্ন প্রান্তে গঙ্গার ঘাটে চলছে পুজোপাঠ। মুখ্যমন্ত্রী বলেন,  ‘যখন গঙ্গার ঘাটে যাবেন, আস্তে আস্তে যাবেন। আস্তে আস্তে পুজো করে, আস্তে আস্তে ফিরে আসবেন। গঙ্গার ঘাটে বাচ্চাদের নিয়ে যাবেন না, সামলে রাখবেন। আমাদের স্বেচ্ছাসেবকরা সারারাত থাকবে। যতক্ষণ না সকালে পুজো শেষ হবে, যতক্ষণ না আপনারা ঘরে না ফিরবেন। পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা আপনাদের খেয়াল রাখবেন। নিশ্চিন্তে পুজো করুন’। পরবর্তী গন্তব্য ছিল দইঘাট। সেখানে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী। অঞ্জলি দেন, প্রদীপ নিয়ে আরতি করেন। মমতা বলেন, ‘রাম পেয়ারে রামের কথা মনে পড়ছে। প্রতিবছর দইঘাটে দেখা হত। আমাদের সাথে থাকত। আমাদের পুরনো সহযোদ্ধা। জীবনের পুরোটাই আমাদের দলকে দিয়েছেন। পরিবারকে আমাদের শোক জানাচ্ছি’।