কলকাতা

৩ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আগামীকাল, অর্থাৎ সোমবার ৩ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে তাঁর গন্তব্য কোচবিহার। নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামিকাল কলকাতা থেকে বিমানযোগে বাগডোগরা যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে শিলিগুড়ি হয়ে কোচবিহার যাবেন তিনি। আগামিকালই তাঁর একটি প্রশাসনিক বৈঠক থাকছে কোচবিহার শহরে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে একটি প্রশাসনিক বৈঠক করতে পারেন। বুধবার তিনি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সেই অনুষ্ঠান শেষে বুধবারই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অনন্ত মহারাজ গোষ্ঠীর ২৪ তম কেন্দ্রীয় অধিবেশন শুরু হবে। সেইসঙ্গে এবছর চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তী। তার জন্য ১৬ ফেব্রুয়ারি বুধবার সংগঠনের পক্ষ থেকে বড়সড় অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানের জন্য কোচবিহার-২ ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিদ্ধেশ্বরী এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ। তবে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেবেন কিনা তা নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানাতে পারেনি নবান্ন। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সেখানে গেলেও যেতে পারেন।