জেলা

লক্ষ্মীর ভাণ্ডারের পর পুজোয় গ্রাম বাংলার মহিলাদের বিনামূল্যে শাড়ি উপহার দেবেন মুখ্যমন্ত্রী!

পুজোয় বাংলার মহিলাদের জন্য এক অভিনব উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । করোনা আবহ কেড়ে নিয়েছে বহু কাছের মানুষকে, তারউপর লকডাউনে কর্মহীন বহু মানুষ, আবার প্রাকৃতিক বিপর্যয়েও ঘরছাড়া অনেকেই। এই পরিস্থিতিতে বিনামূল্যে রেশন এবং ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে মানুষের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিয়েছে সরকার। করোনা আবহ থেকে একের পর এক দুর্যোগের সম্মুখীন হচ্ছে বাংলা। করোনা আবহ কেড়ে নিয়েছে বহু কাছের মানুষকে, তারউপর লকডাউনে কর্মহীন বহু মানুষ, আবার প্রাকৃতিক বিপর্যয়েও ঘরছাড়া অনেকেই। এই সময় কি এখনও মুখ শুকনো করে, পুরনো কাপড় পড়ে ঘুরবেন গ্রাম বাংলার মায়েরা? সেটা কখনই শোভা পায় না। তাই রাজ্যের প্রতিটি ব্লকে গরীব পরিবারগুলিতে বিনামূল্যে শাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘পুজোয় দিদির উপহার’। এর মাধ্যমে আসন্ন পুজোয় নতুন কাপড়ে সেজে উঠবেন গ্রাম বাংলার প্রতিটি মা বোনেরা। দুঃখ ভুলে পুজোর কদিন মেতে উঠবেন উৎসব আনন্দে। পাশাপাশি এইভাবেই পুজোয় প্রতিটি ঘরে ঘরেও পৌঁছে যেতে পারবেন মুখ্যমন্ত্রী। আবার মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার স্মৃতি হিসেবেও থাকবে মা বোনেদের কাছে। অভিনব উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।