কলকাতা

‘বাংলার জন্য বেশ কয়েকটা কাজ করতে পেরেছি, বড় বড় চুক্তিও হয়েছে’, বিদেশ থেকে ফিরে বললেন মুখ্যমন্ত্রী

১১ দিনের বাণিজ্য সফর শেষে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১২ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দর থেকে দুবাই রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে স্পেনের রাজধানী মাদ্রিদ-বার্সেলনা হয়ে অবশেষে এগারো দিন পর কলকাতায় ফিরলেন তিনি। সফর সেরে ফেরার পরই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বেশ কয়েকটা কাজ করতে পেরেছি। বড় বড় চুক্তিও হয়েছে।” এছাড়াও তিনি জানান, “আমরা বাংলার জন্য বেশ কয়েকটি কাজ করতে পেরেছি। আমাদের সঙ্গে শিল্পপতিরা যেমন ছিলেন, তেমন মোহনবাগান-মহামেডান-ইস্টবেঙ্গলের কর্তারাও গিয়েছিলেন। বড়-বড় চুক্তিও হয়েছে। এত সফল অনুষ্ঠান খুব কম দেখেছি। প্রবাসী ভারতীয়রাও খুব খুশি হয়েছে। বিজিবিএসএ আসবার জন্য মাদ্রিদ, বার্সেলোনা, দুবাইয়ে আমাদের খবু ভাল মিটিং হয়েছে। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স ও ফিকি পুরোটা পরিচালনা করেছে। প্রবাসী ভারতীয়রাও খুব খুশি।’  উল্লেখ্য, স্পেন সফরে গিয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী নভেম্বর মাসে রাজ্যে অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন।