কলকাতা

জি-২০ বৈঠকে বলার সুযোগ পেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জি-২০ সপ্তাহে পরপর দুবার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু শুক্রবারের বৈঠকে বলার সুযোগ পেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু এ রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, বিহার, ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও বৈঠকে বলতে পারেননি বলেই সূত্রের খবর।যদিও বৈঠকে সূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার জায়গা ছিল বলেই সূত্রের খবর।  এদিন বৈঠকে শুরুতেই উদ্বোধনী ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর বিদেশ মন্ত্রীও তাঁর বক্তব্য তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সামনে। তারপরেই একে একে কেরলের রাজ্যপাল, জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সহ কয়েকটি রাজ্যের প্রতিনিধি তাঁদের বক্তব্য তুলে ধরেন। বিকেল পাঁচটা থেকে বৈঠক শুরু হলেও সন্ধে ৬টা ৪৫ মিনিট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য রাখার সময় ছিল ওই বৈঠকে। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের নিরাপত্তায় বিশেষ করে জোড় দিতে বলেন বলেই সূত্রের খবর। প্রধানমন্ত্রী বলেন প্রতিনিধিদের মধ্যে যাঁরা মহিলা প্রতিনিধি থাকবেন, তাঁদেরকে আলাদা নিরাপত্তায় রাখতে হবে। পাশাপাশি রাজ্যগুলি মহিলাদের জন্য কী কী করেছে, সেই বিষয়গুলিও G-20 সম্মেলনে তুলে ধরার উপর জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে তিনি বিদেশ মন্ত্রকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলার পরামর্শ এদিন দেন বলে সূত্রের খবর।