কলকাতা

আদ্যাপীঠের তরফে একটি অ্যাম্বুল্যান্স ও অন্নদা অতিথি নিবাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বেশ কয়েকদিন ধরে তাঁর মন চাইছিল আদ্যাপীঠে পুজো দেবেন। সেই মতো মন্দির কর্তৃপক্ষের কাছে পুজো দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। মঙ্গলবার বিকেলে সেখানে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আদ্যাপীঠের তরফে একটি অ্যাম্বুল্যান্স ও অন্নদা অতিথি নিবাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান ২০০৯ সালের রেলমন্ত্রী থাকার সময় মাকে একটি লাল পেড়ে সাদা সুতির শাড়ি কিনে দিয়েছিলেন। সেটি নিয়ে মুখ্যমন্ত্রীর মা ও ছোট বোন আদ্যাপীঠে এসেছিলেন। বিকেল পর্যন্ত অপেক্ষা করেছিলেন। কারণ মন্দিরের তরফে তাঁদের বলা হয়েছিল আরও ভাল কোনও শাড়ি না এলে সেটিই বিগ্রহকে পরানো হবে। বিকেলেও যখন কোনও ভাল শাড়ি আসেনি, তখন সেই শাড়িটিই নিয়ে পরানো হয়।