কলকাতা

Mamata Banerjee : বকেয়া সরকারি প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার জন্য মন্ত্রীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

আগামী ১৩ মার্চের মধ্যেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন৷ এ দিন মন্ত্রিসভার বৈঠকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, যে সরকারি প্রকল্পগুলির কাজ শেষ হওয়ার মুখে, সেগুলি দ্রুত শেষ করার জন্যও মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন৷ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীও চলে এসেছে৷ কলকাতায় এসে নির্বাচনের প্রস্তুতি বৈঠক সেরে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ এ দিন সকালেই রাজ্যের আশা, আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আবার এ দিন মন্ত্রিসভার বৈঠকে দমকল, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের প্রায় ২০০০ শূন্য পদেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর পাশাপাশি এ দিন মন্ত্রিসভার বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান সম্পর্কেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন বলে সূত্রের খবর৷ মন্ত্রিসভার বৈঠকে হাইকোর্টের একটি প্রসঙ্গ উঠলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী ‘সুবিধাবাদী’ বলে কটাক্ষ করেন বলে খবর৷