কলকাতা

উচ্চমাধ্যমিকে বড়সড় বদল, আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি

বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার পদ্ধতি। আগামী বছর অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন পরীক্ষা পদ্ধতি চালু হবে। বিকাশ ভবন থেকে সরকারি ছাড়পত্র পেল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ এবার থেকে একাদশ শ্রেণিতে হবে দুটি সেমেস্টার ও দ্বাদশ শ্রেণিতে হবে দুটি সেমেস্টার। দু বছরে মোট চারবার পরীক্ষা হবে। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার পদ্ধতি বদলের কথা জানানো হয়েছে। সেখানেই জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকে এবার থেকে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণিতে চালু হবে এই পদ্ধতি আর ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে চালু হবে দ্বাদশ শ্রেণিতে। কীভাবে এগোবে সেই প্রক্রিয়া, কী হবে সিলেবাস, তা শীঘ্রই জানানো হবে।শুধু একাদশ-দ্বাদশ বা উচ্চমাধ্যমিকের পঠন-পাঠন ব্যবস্থাতেই নয়, রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাতেই আমূল পরিবর্তন আনতে সচেষ্ট রাজ্য সরকার। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে চিরঞ্জীব ভট্টাচার্য, সেদিনই সেমেস্টার সিস্টেম চালু করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। পরিকল্পনা ছিল, দু’টি সেমেস্টারের পরীক্ষার জন্যই আলাদা আলাদা নম্বর বরাদ্দ রাখা হবে। সেই পরীক্ষাগুলিতে যা নম্বর পাবেন পরীক্ষার্থীরা, সেটা যোগ করে প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত ফল।