আগামী ৩ মাসের মধ্যে পুলিশে সমস্ত নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে উৎকর্ষ বাংলা সম্পর্কিত পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, ছিলেন বিভিন্ন দফতরের মন্ত্রী এবং বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের প্রতিনিধিরা। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে যখন পুলিশে লোক নিতাম আমরা ৬ মাস প্রশিক্ষণ দিতে হত। হাজার হাজার নিয়োগের জন্য পড়ে রয়েছে। কিন্তু একটা ল্যাথার্জি ও ক্যাজুয়ালনেস চলে এসেছে – আজ করছি, কাল করছি। কারণ, যে নিয়োগ করছে তার কিছু যায়-আসে না। কিন্তু যে ছেলে-মেয়েগুলি পরীক্ষা দেয়, তারা তো আশায় থাকে চাকরিটা কবে হবে। আমি স্পষ্ট বলছি, তিন মাসের মধ্যে পুলিশের সব নিয়োগ শেষ করতে হবে।’