দেশ

আগামী ২২ জুন মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আগামী ২২ জুন মার্কিন সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্ত বৈঠক করবেন। ওই দিনই ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। আজ বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। যদিও কতদিনের সফরে মার্কিন মুলুকে পা রাখবেন নরেন্দ্র মোদি, তা স্পষ্ট করে জানানো হয়নি।  এদিন হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, জলবায়ু পরিবর্তন, জনশক্তি উন্নয়ন এবং স্বাস্থ্য-সহ একাধিক ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধির ওপরে জোর দেওয়া হবে।’ বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে, ভারতের রাষ্ট্রপ্রধানের মার্কিন সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও অটুট ও দৃড় হবে।