আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। ১৯০৮ সালের ১১ অগাস্ট অর্থাৎ আজকের দিনেই দেশের স্বাধীনতার জন্য ইংরেজদের বিরোধিতা করে হাসিমুখে ফাঁসিকাঠকে বরণ করে নিয়েছিলেন তিনি। সেই আত্মত্যাগের কথা স্মরণ করে সোমবার ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে হিন্দি ছবিতে ক্ষুদিরাম বসুর নাম পালটে ‘ক্ষুদিরাম সিং’ করা প্রসঙ্গেও সরব হয়েছেন তিনি। এতে ক্ষুদিরামকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ মমতার। এদিন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিপ্লবী ক্ষুদিরামকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম।’ এরপরই হিন্দির ছবির নাম উল্লেখ না করলেও অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী চ্যাপ্টার ২’-কে নিশানা করেন মুখ্যমন্ত্রী। কারণ এই ছবিতে ক্ষুদিরাম বসুর নাম পালটে দেখানো হয়েছে ‘ক্ষুদিরাম সিং’ হিসেবে। আর তা নিয়ে সরব হয়েই মমতা লিখেছেন, “একটা কথা লিখি। সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে ‘সিং’ বলা হয়েছে। স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা-সন্ত্রাসীরা? আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য!”


