সঙ্গীত জগতে নক্ষত্রপতন। বুধবার পূর্ণ মর্যাদায় সম্পন্ন হবে শিল্পীর শেষ কৃত্য। বুধবার বেলা থেকেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় দেহ শায়িত রাখা হয় রবীন্দ্র সদনে। রাজনীতি, সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন জগতের মানুষ এ দিন তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন সেখানে। অন্যদিকে, উত্তরবঙ্গ সফর সেরে তড়িঘড়ি কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে গেলেন রবীন্দ্র সদনে। সেখানে প্রয়াত
শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানান তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, শান্তনু সেন। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। শববাহী গাড়িতে নিয়ে যাওয়া হবে শিল্পীর নিথর দেহ। সেই গাড়ির পিছনে পায়ে পায়ে এগোবে মিছিল, তাতে যোগ দেবেন খোদ মুখ্যমন্ত্রী। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের।