জেলা

রামনবমীতে বিশৃঙ্খলা নিয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

রাম নবমীতে বিভিন্ন জায়গায় হিংসা নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান,” আমাকে সব সময় সতর্ক থাকতে হয় বিজেপি কখন না আবার দাঙ্গা বাধিয়ে দেয়। তারা এটা বুঝতে চাই না যে বাংলার মানুষ দাঙ্গা পছন্দ করে না।দাঙ্গা করা বাংলার সংস্কৃতি নয়।আমরা দাঙ্গা চাই না, সাধারন মানুষ দাঙ্গা চাই না। যখন বিজেপি এটা করাতে পারে না, তখন এরা বাইরে থেকে লোক নিয়ে আনে।সেই ছেলেটা যার হাতে রাম নবমীর মিছিলের সময় বন্দুক দেখা গেছে। সিপিএমও একই রকমভাবে এরকম করত। আপনারা কি সিপিএমের অত্যাচার ভুলে গেছেন?” সম্প্রতি রাম নবমীর মিছিলে কেন্দ্র করে হাওড়া, শিবপুর, রিষড়া সহ বেশ কিছু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।  মিছিলকে কেন্দ্র হাওড়ার ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ। মিছিলে বন্দুক হাতে থাকা এক যুবক সুমিত সাউকে ইতিমধ্যেই বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করেছে পুলিশ। মিছিলে বিশৃঙ্খলাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। রিষড়াতে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। যার জেরে সাময়িক বন্ধ করা হয় পরিষেবা। মঙ্গলবার রিষড়াতে আহতদের দেখতে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে পৌছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।এই রকম দুর্বত্তায়ন সহ্য করা হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি।