জেলা

পঞ্চায়েতে সৎ ও পরিছন্নদেরই প্রার্থী করা হবে, বার্তা তৃণমূল সুপ্রিমোর

কাদের প্রার্থী করা হবে, তার ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলার দিঘার সভা থেকে দলের নেতা ও কর্মীদের প্রতি বিশেষ বার্তাও দেন তিনি। মঙ্গলবার তিনি বলেন, সবাইকে এক হয়ে চলতে হবে। বলেন, কারও সঙ্গে কারও ঝগড়া চলবে না। এই একটি কথাতেই তিনি বুঝিয়ে দেন, কোনও রকম অন্তর্দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। এদিন তাঁর সাফ কথা, সৎ ও পরিচ্ছন্নদেরই প্রার্থী করা হবে। বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে আমরা সৎ মানুষ চাই’। এরপরেই দলের নেতৃত্বদের প্রতি সবুজ শিবিরের শীর্ষ নেত্রীর বার্তা, টিকিট না পেলে বিজেপির টিকিটে লড়বেন না। আরও বলেন, বিজেপির কথায় নির্দল প্রার্থী হিসেবেও দাঁড়াবেন না। তাঁর প্রতিশ্রুতি, ‘আমরা তাঁদের অন্যভাবে সম্মানের সুযোগ করে দেব’। এই বার্তাতেই তিনি বুঝিয়ে দেন, দলকে ভালোবাসুন। ক্ষমতাকে নয়। শুধু পঞ্চায়েত নির্বাচনই নয়। এদিন তিনি দৃঢ় গলায় বলেন, লোকসভা নির্বাচনেও ক্ষমতা হারাবে বিজেপি। মানে, পঞ্চায়েত নির্বাচন থেকেই আবারও লোকসভা নির্বাচনকে টার্গেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনের কথা স্মরণ করে তিনি বলেন, ওরা বলত ২০০ পার করবে। যখন তা পারেনি তখন নন্দীগ্রামে ভোট লুঠ করে। তাঁর দাবি, ৩ ঘণ্টা অন্ধকার করে রেখে ভোট লুঠ করা হয়েছিল।