কলকাতা

‘সন্দেশখালিতে বহিরাগতরা অশান্তি করছে’, অভিযোগ মুখ্যমন্ত্রীর

সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, বহিরাগতরা অশান্তি তৈরি করছে সন্দেশখালিতে৷ বিধানসভার জবাবী ভাষণে তিনি বললেন, ‘যারা মুখে মাস্ক পড়েছে৷ যারা বাইরে থেকে অশান্তি পাকিয়েছে৷ তারা অনেকে গ্রেফতার হয়েছে মোট ১৭ জন গ্রেফতার হয়েছে৷ বিজেপির নেতা কর্মীরা গ্রেফতার হয়েছে৷ সন্দেশখালি আজ নতুন নয়৷ ওখানে আরএসএস-এর একটা শাখা আছে৷ বহিরাগত নিয়ে অশান্তি করছে৷ আমরা ব্যবস্থা নিচ্ছি৷ আমাদের পুলিশ ঘরে-ঘরে যাচ্ছে৷ কথা শুনছে৷’ অন্য দিকে চোপড়ায় মাটি চাপা পড়ে মৃত্যুর ঘটনা নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল৷ একদিকে তৃণমূলের প্রতিনিধি দল গিয়েছে রাজ্যপালের কাছে, চোপড়া নিয়ে অভিযোগ জানাতে৷ বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বিএসএফের কাজ তো সীমান্তে পাহারা দেওয়া? শিশুদের জীবনের কোনও মূল্য নেই? চার শিশু মারা গিয়েছে৷ যাদের কারণে চারটি শিশু মারা গেল, আমি তাদের শাস্তি চাই। আমরা আজ রাজ্যপালের কাছে গিয়েছি। তোমার কাজ সীমান্ত পাহারা দেওয়া৷ বিজেপির প্রচার করা নয়৷’