কলকাতা

‘আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না’, কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙা নিয়ে যে প্রস্তাব রেলের তরফে রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, তা মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ মঙ্গলবার তিনি বলেন, ‘‘আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না ৷’’এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি এই সরব হন ৷ তিনি রেলের চিঠির কথা উল্লেখ করে বলেন, ‘‘দক্ষিণেশ্বরের স্কাইওয়াক নিয়ে পূর্ত দফতরের সচিবকে চিঠি দিয়েছে ৷ সেখানে স্কাইওয়াক ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে ৷ না হলে রেল পরবর্তী পদক্ষেপ করবে ৷’’ এর পরই তিনি হুঁশিয়ারি দেন কেন্দ্রের মোদি সরকারকে ৷ মমতা বলেন, ‘‘ধর্মস্থান নিয়ে বড় বড় কথা বলে ৷ বলত, আমি দুর্গাপুজো করতে দিই না ৷ আগে বলত, সরস্বতী পুজো করতে দিই না ৷ আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না ৷’’এর পর তিনি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক তৈরি নিয়ে বিস্তারিত বলেন ৷ সেখানে তিনি জানান, দক্ষিণেশ্বরে অনেক সমস্যা ছিল ৷ তার মধ্যে হকার সমস্যা ছিল ৷ অনেক সাধারণ মানুষও সেখানে ছিলেন ৷ তাছাড়া আদালতে মামলাও হয় ৷ সেই মামলায় পরে জয়ী হয় পশ্চিমবঙ্গ সরকার ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওখানে অনেক হকার ছিল ৷ অনেক সাধারণ মানুষ ছিলেন ৷ তাঁদের সবাইকে আমি বুঝিয়ে, বিকল্প ব্যবস্থা করে, অনেক কষ্ট করে, দক্ষিণেশ্বর মন্দিরের যানজট কাটাতে স্কাইওয়াক করেছিলাম ৷ এটা আমার হৃদয়ের একটা মণিমুক্তোর মতো ৷’’