দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙা নিয়ে যে প্রস্তাব রেলের তরফে রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, তা মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ মঙ্গলবার তিনি বলেন, ‘‘আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না ৷’’এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি এই সরব হন ৷ তিনি রেলের চিঠির কথা উল্লেখ করে বলেন, ‘‘দক্ষিণেশ্বরের স্কাইওয়াক নিয়ে পূর্ত দফতরের সচিবকে চিঠি দিয়েছে ৷ সেখানে স্কাইওয়াক ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে ৷ না হলে রেল পরবর্তী পদক্ষেপ করবে ৷’’ এর পরই তিনি হুঁশিয়ারি দেন কেন্দ্রের মোদি সরকারকে ৷ মমতা বলেন, ‘‘ধর্মস্থান নিয়ে বড় বড় কথা বলে ৷ বলত, আমি দুর্গাপুজো করতে দিই না ৷ আগে বলত, সরস্বতী পুজো করতে দিই না ৷ আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না ৷’’এর পর তিনি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক তৈরি নিয়ে বিস্তারিত বলেন ৷ সেখানে তিনি জানান, দক্ষিণেশ্বরে অনেক সমস্যা ছিল ৷ তার মধ্যে হকার সমস্যা ছিল ৷ অনেক সাধারণ মানুষও সেখানে ছিলেন ৷ তাছাড়া আদালতে মামলাও হয় ৷ সেই মামলায় পরে জয়ী হয় পশ্চিমবঙ্গ সরকার ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওখানে অনেক হকার ছিল ৷ অনেক সাধারণ মানুষ ছিলেন ৷ তাঁদের সবাইকে আমি বুঝিয়ে, বিকল্প ব্যবস্থা করে, অনেক কষ্ট করে, দক্ষিণেশ্বর মন্দিরের যানজট কাটাতে স্কাইওয়াক করেছিলাম ৷ এটা আমার হৃদয়ের একটা মণিমুক্তোর মতো ৷’’


