জেলা

মধ্যমগ্রামে স্ত্রীকে কুপিয়ে খুন করে বস্তাবন্দি দেহ খালে ফেলল স্বামী

পারিবারিক অশান্তির জের। স্ত্রীকে কুপিয়ে খুন করে দেহ বসাবন্দি করে খালে ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার জোজরা এলাকায়। ধরা পড়ার ভয়ে আত্মহত্যার চেষ্টা করে স্বামী। তবে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের নাম সায়রা বানু। স্বামীর নাম নুরউদ্দীন মণ্ডল। দিনকয়েক আগে নুরউদ্দীন মধ্যমগ্রাম থানায় স্ত্রী সায়রা বানুর নামে একটি মিসিং ডায়রি করে। শুরু হয় তদন্ত। বেশ কয়েকবার জেরা করা হয় নুরউদ্দীনকে। তাঁর কথার মধ্যে অসঙ্গতি পায় পুলিশ। এরই মধ্যে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে নুরউদ্দীন। স্থানীয়রা তাঁকে হাসপাতালে ভর্তি করে। পুলিশ সূত্রে খবর, এরপরই স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নুরউদ্দীন। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্ত। তারপর দেহ লোপাট করার জন্য খালে দেহ ফেলে দেয়। পুলিশের সন্দেহ এড়াতে নিজেই থানায় মিসিং ডায়রি করে। দেহাংশ উদ্ধার করা হয়েছে বলেও খবর। তদন্ত শুরু করেছে পুলিশ।