দেশ

২০২৪-এর লোকসভা ভোটের সাফল্যের পর প্রথম দিল্লি সফরে মুখ্যমন্ত্রী

লোকসভা ভোট সাফল্যের পর আগামী ২৫ জুলাই এই প্রথম দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক। সেই বৈঠকের ২ দিন আগেই দিল্লিতে পৌঁছবেন মুখ্য়মন্ত্রী। ২৬ তারিখ তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদের বৈঠকে করবেন তিনি। এরপর যেতে পারেন সংসদ ভবনেও। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর ২৭ তারিখ সকাল ১০টা নীতি আয়োগের বৈঠকে য়োগ দেবেন মুখ্যমন্ত্রী। সেদিন দিনভর চলবে এই বৈঠক।  এদিকে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল। লোকসভা ভোটের প্রচারে এই ইস্য়ুতে বিজেপিকে লাগাতার আক্রমণ শানিয়েছেন এ রাজ্যের শাসকদল।  অভিযোগ,  একশো দিনের টাকা, আবাস যোজনায় রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। গত বছরের অক্টোবরের দিল্লিতে ধরনা দিয়েছিলেন তৃণমূল সাংসদ। সেক্ষেত্রে দিল্লি নীতি আয়োগের বৈঠকের আগে যদি মোদী-মমতা বৈঠক হয়, তাহলে কী কী দাবিদাওয়া জানাবেন মুখ্যমন্ত্রী, সে দিকেই তাকিয়ে অভিজ্ঞ মহল।