সামনেই লোকসভা নির্বাচন। তাই শাসক-বিরোধী দুই পক্ষেরই টার্গেট উত্তরবঙ্গ। দুই দিনাজপুর জুড়ে আজ একাধিক কর্মসূচী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। রায়গঞ্জ ও বালুরঘাট দুই লোকসভা কেন্দ্রে মমতার সভা ঘিরে তুঙ্গে তৎপরতা। ২০১৯-এর ভোটে দুই লোকসভা আসন জিতে নেয় বিজেপি। দিনাজপুরের দুই আসনে ২০২১ সালের বিধানসভায় ফল ভাল করে তৃণমূল। দুই কেন্দ্রেই ফ্যাক্টর রাজবংশী ও আদিবাসী ভোট। রায়গঞ্জ লোকসভার মধ্যে থাকা সাত বিধানসভার দুটিতে ২০২১ সালে জয় পেয়েছিল বিজেপি। দুজনেই পরে যোগ দেন তৃণমূলে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র একসময় কংগ্রেসের ফল ভাল ছিল। ফলে দীপা দাশমুন্সিকে চেয়ে এবারও ময়দানে নামছে কংগ্রেস।কর্মসূচী সেরে গিয়েছেন রাহুল গান্ধি। আর সেখানেই আজ মিছিল ও সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুরে পদযাত্রায় অংশ নেন তিনি। এ দিন মুখ্যমন্ত্রীকে দেখতে দুপাশে ভিড় ছিল উপচে পড়ার মতো। প্রচুর মানুষ ফোন হাতে ছুটে আসেন মুখ্যমন্ত্রীর ছবি তোলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন হেঁটে যাচ্ছিলেন রাস্তার পাশে একরত্তি শিশুকে নিয়ে দাঁড়িয়েছিলেন এক মা। মুখ্য়মন্ত্রীর নজরে পড়ে। এরপর তিনি শিশুটিকে কোলে তুলে নেন। আদর-ভালবাসায় ভরিয়ে দেন।
