কলকাতা

১ টাকার বিনিময়ে গুরু নানক ভবনের জন্য জমি দেবেন মুখ্যমন্ত্রী

গুরু নানক জয়ন্তি উপলক্ষে শহিদ মিনারে বিশেষ অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সঙ্গে গুরু পূরবের শুভেচ্ছা জানান সকল শিখ ধর্মাবলম্বীদের। মুখ্যমন্ত্রী বলেন, গুরু নানক ভবনের জন্য সরকারি জমি দেওয়ার জন্য একটি বিশেষ শর্তও রাখেন তিনি । তার মন্তব্য, গুরু নানক ভবনের জন্য আপনারা আমায় অনুরোধ করেছিলেন। আপনারা যে সরকারি জমিটি চেয়েছিলেন সেটির মূল্য ৬ কোটি টাকা। এত টাকার জমি সরকার এমনিই দিয়ে দিতে পারে না। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা আরও একটি আবেদনপত্র পাঠান। সেখানে উল্লেখ করুন এই জমিতে এই জমিতে গুরু নানক ভবনতৈরি করা হবে । তা জনহিতকর কাজে ব্যবহার করা হবে। হাসপাতাল তৈরি হতে পারে বা অন্য কিছু তৈরি করতে পারেন। আপানারা লিখিতভাবে জানান, গুরুদ্বারায় লঙ্গর চালাতে চান, গেস্ট হাউজ কিংবা কোনও জনসেবামূলক কাজে এই জমির ব্যবহার করতে চান। তবে আমি এক টাকার বিনিময়ে এই জমি আপনাদের দিয়ে দেব। হিডকো বোর্ডে আবেদন করতে হবে। তারপর প্রশাসন বিষয়টা দেখে নেবে। এরপরই শিখ ধর্মাবলম্বীদের কাছে মমতার আবদার, “আমার জন্য বাড়িতে একটু হালুয়া পাঠিয়ে দেবেন।