গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার কম সংখ্যায় মেট্রো চলবে। শুধু মাত্র নর্থ- সাউথ লাইনে ছুটি উপলক্ষে এমনই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার নর্থ-সাউথ লাইনে সব মিলিয়ে ২৩৪টি মেট্রো ট্রেন পরিষেবা চালু রাখা হবে। আপ লাইনে ১১৭ টি এবং ডাউন লাইনে ১১৭ টি মেট্রো চলবে ওই দিনে। যদিও কবি সুভাষ, দক্ষিণেশ্বর এবং দমদম থেকে প্রথম মেট্রো ও শেষ মেট্রো ছাড়ার সময়ের ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে। অন্যদিকে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে ৯টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ২৮ মিনিটে।