ডিভিসি-র জল ছাড়া নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গের প্লাবিত বিস্তির্ণ এলাকা নিয়ে উদ্বেগপ্রকাশ করেন। পাশাপাশি রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছেড়েছে বলেও অভিযোগ করেন তিনি। ২০০৯ সালের পর থেকে এমন বন্যা দক্ষিণবঙ্গে হয়নি বলেও উল্লেখ চিঠিতে। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, রাজ্যে টানা বৃষ্টিতে অনেকে এলাকাই জলমগ্ন। এর মাঝে ডিভিসি মাইথন এবং পাঞ্চেতে ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে। এর জেরে হাওড়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ও হুগলির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এর ফলে ৫০ লক্ষ মানুষ ঘর ছাড়া। ক্ষতি হয়েছে ফসলেরও। নিম্ন দামোদর এবং সংলগ্ন এলাকা বন্যায় ভেসে গিয়েছে। ২০০৯ সালের পর এমন বন্যা আর কখনও হয়নি। চিঠিতে মমতার অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কথা না বলেই ডিভিসি জল ছেড়েছে। আমি বন্যা বিদ্ধস্ত এলাকায় পরিদর্শনে গিয়েছিলাম। বলতে বাধ্য হচ্ছি, এটা ম্যান মেড বন্যা। ডিভিসি আরও পরিকল্পিত ভাবে বাঁধ এবং জলাধারগুলি নিয়ন্ত্রণ করলে এই বন্যা আটকানো যেত। রাজ্য সরকার এই পরিস্থিতি মোকাবিলা করার সাধ্যমতো চেষ্টা করছে। একইসঙ্গে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লেখেন, এই পরিস্থিতি চলতে থাকলে আমরা ডিভিসির সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বাধ্য হব। বছরের পর বছর এই বঞ্চনা আমরা মানতে পারব না। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখুন। অবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রকে এ বিষয়ে পদক্ষেপের নির্দেশ দিন।