দেশ

কোচিং সেন্টারে ভর্তি বয়সসীমা বেঁধে দিল মোদি সরকার, নির্দেশিকায় ক্ষতি হবে পড়ুয়াদের, মত শিক্ষামহলের!

এবার কোচিং সেন্টার চালানোর গাইডলাইন বেঁধে দিল নরেন্দ্র মোদী সরকার। এই মর্মে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। যার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ education.gov.in-এ এই সংক্রান্ত যাবতীয় নিয়ম-কানুন তুলে দেওয়া হয়েছে। এবার থেকে কেন্দ্র নির্ধারিত নিয়ম না মেনে কোচিং সেন্টার চালালে বড় শাস্তির মুখে পড়তে হবে। বিজ্ঞপ্তিতে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায়, কোচিং সেন্টার চালানোর ক্ষেত্রে মূলত পাঁচটি গাইডলাইন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমটি রেজিস্ট্রেশন সংক্রান্ত। গাইডলাইন অনুযায়ী, প্রতিটা কোচিং সেন্টারকে স্থানীয় প্রশাসনের কাছে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে বলা হয়েছে। নির্দিষ্ট একটি ফর্মে এই আবেদন করতে হবে। এছাড়াও দিতে হবে রেজিস্ট্রেশনের ফি ও প্রয়োজনীয় নথি। যদি কোনও কোচিং সেন্টারের একাধিক শাখা থেকে থাকে, তবে প্রতিটির রেজিস্ট্রেশনের জন্য আলাদা আলাদা করে আবেদন করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, কোচিং সেন্টারগুলি ১৬ বছরের নীচের কোনও পড়ুয়াকে ভর্তি নিতে পারবে না। এব্যাপারে মাধ্যমিক বা দশম উত্তীর্ণের শংসাপত্র দেখে নিয়ে তবে পড়ুয়া ভর্তি করতে হবে। শিক্ষামন্ত্রকের নির্দেশিকায় সার্বিকভাবে পড়ুয়াদেরই বেশি ক্ষতি বলে মনে করছে শিক্ষামহলের কিছু অংশ ৷ আবার বেশ কিছু ক্ষেত্রে দেশের সমগ্র শিক্ষা পরিকাঠামো দুর্বল হওয়ার কারণে প্রাইভেট টিউশন বা কোচিং সেন্টারের দিকে পড়ুয়ারা ঝুঁকেছে বলে মনে করছেন শিক্ষাবিদরা ৷