কলকাতা

ফের নিম্নমুখী পারদ, রাজ্যে চলবে শৈত্য প্রবাহ!

সংক্রান্তির আগে এক ধাক্কায় ২ ডিগ্রি নেমেছিল তাপমাত্রার পারদ। আজ তাপমাত্রার পারদ নামল আরও কিছুটা। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।  দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। রাত পোহালেই সংক্রান্তি, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিন দিন রাজ্য জুড়ে ভালই শীত অনুভূত হবে। আগামী ৪৮ ঘন্টায় শৈত্য প্রবাহ চলবে পশ্চিমের জেলাগুলিতে। রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশায় ঢেকে যায় আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। তবে আগামী কয়েকদিন বেশ ঠান্ডা থাকবে গোটা রাজ্য জুড়ে।