অন্ধ্রপ্রদেশের কাড়াপা জেলায় লরির সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর জখম অবস্থায় আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক । জানা গিয়েছে সোমবার সকালে কোন্ডাপুর মন্ডলের কাড়াপাতাড়িপাত্রি রাজ্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ১৪ জন সওয়ার ছিলেন ৷ তাঁরা তিরুমালা ভেঙ্কটেশ্ব স্বামী মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন ৷পুলিশের তরফে দেওয়া তথ্য অনুযায়ী অন্ধ্রপ্রদেশের অনন্তপুর এবং কর্ণাটকের বল্লারি জেলার মোট ১৪ জন একটি গাড়িতে করে তিরুমালা ভেঙ্কটেশ্ব স্বামী মন্দিরে গিয়েছিলেন ৷ তাঁরা সকলেই আত্মীয় বলে জানতে পেরেছে পুলিশ ৷ দুই পরিবারের সদস্যরা মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন ৷ আজ সকালে কোন্ডাপুর মন্ডলের কাড়াপাতাড়িপাত্রি রাজ্য সড়কে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ তার জেরে রাস্তার উলটো দিক থেকে আসা একটি লরিকে সামনে থেকে ধাক্কা মারে ৷ সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল গাড়িটির সামনের অংশ দুমড়ে যায় ৷ যাত্রীদেরও গুরুতর আঘাত লাগে।পুলিশ জানিয়েছে ঘটনার পর স্থানীয়রা গাড়ি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে ৭ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে ৷ পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে ৷ আহতদের চিকিৎসা শুরু হয়েছে ।