লোকসভা নির্বাচনের আগেই ফের মাস্টারস্ট্রোক মোদি সরকারের। সোমবার এক ধাক্কায় ৩০ টাকা কমল গ্যাসের দাম। প্রতি সিলিন্ডারের দাম কমেছে ৩০ টাকা ৫০পয়সা। এপ্রিল মাসের প্রথম দিন থেকেই কার্যকর হবে বাণিজ্যিক সিলিন্ডারের নয়া মূল্য। দিন কয়েক আগেই একবারে ১০০ টাকা কমেছিল রান্নার গ্যাসের দাম। নারী দিবসের সকালে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ১০০ টাকা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, “এই সিদ্ধান্তের ফলে দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা লাঘব হবে।” গত সাতমাসে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দামে বড়সড় কাটছাঁট করেছে কেন্দ্র। এর আগে গত ২৯ আগস্টে একধাক্কায় ২০০ টাকা করে রান্নার গ্যাসের দাম কমায় মোদি সরকার। এবার বাণিজ্যিক গ্যাসের দামেও বড়সড় বদল আনল কেন্দ্র। সোমবার থেকেই নয়া মূল্যে মিলবে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার। কলকাতায় প্রতিটি সিলিন্ডারের দাম ৩২ টাকা কমে গিয়েছে। ফলে ১ এপ্রিল থেকে কলকাতায় প্রতিটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মিলবে ১৮৭৯ টাকা। দিল্লিতে সিলিন্ডারের দাম কমেছে ৩০.৫০ টাকা। মুম্বইতে ৩১.৫০ এবং চেন্নাইয়ে ৩০.৫০ টাকা কমেছে প্রতিটি বাণিজ্য়িক সিলিন্ডারের দাম। শুধু ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারই নয়, দাম কমেছে ৫ কেজির এফটিএল সিলিন্ডারেও। ৭.৫০ টাকা কমেছে প্রতিটি সিলিন্ডারের দাম। তবে অপরিবর্তিত থাকছে রান্নার গ্যাসের দাম।