ফের একবার কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, কংগ্রেসের শাসনকালে কাটচাথিভু দ্বীপটি ইতি সহজেই শ্রীলঙ্কাকে দান করেছে। এটা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কংগ্রেসকে বিশ্বাস করা যায় না। ভারতের অখণ্ডতা রক্ষা করে কংগ্রেস ব্যর্থ তা এই ঘটনা থেকেই বোঝা যায়। বিগত ৭৫ বছর ধরে কংগ্রেস এই কাজ করে আসছে এবং আগামীদিনেও করে যাবে। বিজেপি মুখপাত্র শুধাংশু ত্রিবেদী দাবি করেন কংগ্রেসের এই সিদ্ধান্তের ফলে তামিলনাড়ুর বহু মৎস্যজীবী এখানে গিয়ে শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হন। অনেকে আবার শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। শুধাংশু আরও বলেন, ডিএমকে বা কংগ্রেস কেউই এই সমস্যা কখনও তুলে ধরেনি। তবে বিষয়টি নজরে রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।