দেশ

‘বেলুন চুপসে গেছে, ভয় কাটছে মানুষের, বারাণসীতে কেমন চপ্পল ছোড়া হল দেখলেন না?’ মোদিকে কটাক্ষ রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তাতেই গলদ। তাও আবার খোদ তাঁর নিদের লোকসভা কেন্দ্র বারাণসীতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, মঙ্গলবার বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুলেট প্রুফ গাড়ির উপর এড়ে এসে পড়ে একটি বস্তু। নেটিজেনদের মতে ওটি আর কিছু নয়, ওটি একটি হাওয়াই চপ্পল। বৃহস্পতিবার সেই ঘটনা নিয়েই প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে রাহুলের দাবি, ‘একবার দেশে যে ভয় জাগিয়েছিলেন মোদী, তা কেটে গিয়েছে।’ এদিন তিনি বলেন, ‘এখন দেশে কেউ তাঁকে ভয় পায় না। ৫৬ ইঞ্চির ছাতি এখন ৩২-৩৩ ইঞ্চি হয়ে গিয়েছে। বেলুন চুপসে গিয়েছে। ওঁর তো টেনশন হবেই। বারাণসীতে কেমন চপ্পল ছোড়া হল দেখলেন না? লোকসভা ভোটের আগে এমনটা কল্পণা করা যেত?’ মঙ্গলবার সরকারি সর্মসূচিতে বারাণসী গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় বার প্রদানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার। সূত্রের খবর, মোদীর কনভয় বারাণসীর দশাশ্বমেধ ঘাট থেকে কেভি মন্দিরের দিকে যাচ্ছিল। সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে উড়ে আসে একটি বস্তু। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিয়োটি। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঠিক ১৯ সেকেন্ডের মাথায় নরেন্দ্র মোদীর বুলেট প্রুফ গাড়ির বনেটের উপর একটি জিনিস উড়ে এসে পড়ে। এক নিরাপত্তা আধিকারিক দ্রুত সেই বস্তুটি সরিয়ে দিচ্ছেন। মঙ্গলবার রাত থেকেই ভাইরাল হওয়া ভিডিয়োটি স্থানীয় কংগ্রেস নেতারা নিজেদের এক্স হ্যান্ডেলে শেয়ার করতে শুরু করেন। তাঁদের বক্তব্য, ওটি হাওয়াই চপ্পল। জনরোষেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের।