মূল্যবৃদ্ধি, জিএসটি, বেকারত্ব নিয়ে দেশজুড়ে প্রতিবাদে নামছে কংগ্রেস ৷ শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ কংগ্রেস সূত্রে খবর, আজ দলের সাংসদেরা (লোকসভা ও রাজ্যসভা) ‘চলো রাষ্ট্রপতি ভবন’ অভিযানে সংসদ ভবন থেকে যাত্রা শুরু করে নবনির্বাচিত প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সরকারি বাসভবন রাইজিনা হিলসে পৌঁছবেন ৷ অন্যদিকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা ‘পিএম হাউজ় ঘেরাও’করতে যাবেন। ইতিমধ্যে এআইসিসি সদর দফতরের সামনে বিক্ষোভ জমায়েতে সামিল হয়েছেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷ যন্তর-মন্তর ছাড়া পুরো নয়াদিল্লিতে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ ৷ এর আগে কংগ্রেস নেতা অজয় মাকেন প্রতিবাদের অনুমতি চেয়ে চিঠি লিখলেও বিভাগীয় ডিসিপি ৫ অগস্ট প্রতিবাদ-বিক্ষোভের অনুমতি দেননি ৷ উলটে কংগ্রেসের সদর দফতরের সামনেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷ মাকেন বলেন,”সরকার যতই আমাদের পিষে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমরা প্রতিবাদ করবই ৷ মূল্যবৃদ্ধি, জিএসটি, বেকারত্ব, ভোজ্য তেলের দাম নিয়ে পথে নামবই ৷ তাতে জেলে যেতে হয় যাব ৷” এদিকে নিরাপত্তা, আইন ও শৃঙ্খলা, যানজটের কারণে এই প্রতিবাদের ছাড়পত্র দেয়নি পুলিশ ৷