দেশ

দিল্লি সফরে গিয়েই মুখ্যমন্ত্রী বৈঠক সারলেন দলীয় সাংসদদের সঙ্গে

দিল্লি সফরে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন দলের সাংসদদের সঙ্গে। আর এই বৈঠকেই তৈরি হল ২০২৪ সালের লোকসভা নির্বাচনের খসড়া। জানা গিয়েছে, সাংসদদের হাতে ‘বিশেষ অস্ত্র’ তুলে দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র এবং বিজেপিকে চাপে রাখার উপায় বাতলে দিয়েছেন ‘দিদি’। এদিন সাংসদদের নিয়ে বসা বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, কেন্দ্রের ‘জনবিরোধী’ নীতিই হবে তৃণমূলের হাতিয়ার। এই অস্ত্র দিয়েই ধরাশায়ী করতে হবে বিজেপি পরিচালিত কেন্দ্রকে। সংসদের ভেতরে ও বাইরে ক্রমাগত চালাতে হবে প্রতিবাদ। বাড়াতে হবে জনসংযোগ। তুলে ধরতে হবে মানুষের অসুবিধার কথা। চা চক্রে উপস্থিত ছিলেন ডায়মণ্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ বেশ কয়েকজন সাংসদ। তাঁরা বলেন, বাদল অধিবেশনে কোন পথে লড়তে হবে সেই বার্তা দিয়েছেন ‘দিদি’। বলা হয়, লোকসভা নির্বাচনকে পাখির চোখ করার কথা। বিজেপিকে ধরাশায়ী করতে প্রতিবাদই একমাত্র রাস্তা, এমনটাই না কি বার্তা দিয়েছেন ‘দিদি’। বলা হয়েছে, কোনও ইস্যুই যেন বাদ না দেওয়া হয়। সমস্ত ইস্যুকেই সমান গুরুত্ব দেওয়ার কথা।