দেশ

নারাজ মমতা-নীতীশ-অখিলেশরা, ‘ইন্ডিয়া’ জোটের বুধবারের বৈঠক স্থগিত করে দিল কংগ্রেস

তিন রাজ্যে ভরাডুবির পরই ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক দিয়েছিল কংগ্রেস। বুধবার দিল্লিতে নিজের বাসভবনে বৈঠকের ডাক দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কিন্তু, হঠাৎ করে কংগ্রেসের একতরফাভাবে বৈঠক ডাকার সিদ্ধান্তে অসন্তোষ দেখা দেয় ইন্ডিয়া জোটে। এর পরেই ইন্ডিয়া জোটের বৈঠক স্থগিত করে দিল কংগ্রেস। ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক আপাতত স্থগিত করা হচ্ছে বলে কংগ্রেসের তরফে জানানো হয়। বৈঠক কবে হবে তা পরে ঠিক হবে বলেও কংগ্রেস জানিয়েছে। জোটের অন্যতম প্রধান তিন নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার এবং অখিলেশ যাদব বৈঠকে যোগ না দেওয়ার জন্যই বৈঠক স্থগিত করা হল বলে সূত্রের খবর। তাহলে কি এবার বিরোধী-জোটে কংগ্রেসের দাদাগিরি কমছে? সবচেয়ে পুরানো ও বড় দল হিসাবে কংগ্রেস এতদিন বিরোধী-জোটেও যে ‘দাদাগিরি’ দেখাত, সেটা যে আর চলবে না, তা জোট শরিকদের এই মন্তব্যেই স্পষ্ট। এর উপর ৪ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের পরই তড়িঘড়ি কংগ্রেস নেতৃত্বের এককভাবে ইন্ডিয়া জোটের বৈঠকের আহ্বান ভালভাবে মেনে নেননি জোট শরিকেরা। তাই পরিস্থিতি বুঝেই কংগ্রেস বৈঠক স্থগিত করে  দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।