দেশ

কংগ্রেসের সভাপতি নির্বাচন ১৭ অক্টোবর

কংগ্রেসের সভাপতি নির্বাচন আগামী ১৭ অক্টোবর। গণনা ১৯ অক্টোবর। রবিবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। ভার্চুয়ালি ওই বৈঠকে ছিলেন অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। বৈঠকের শেষে এক প্রেস বিবৃতিতে দল জানিয়েছে, ওয়ার্কিং কমিটি এআইসিসির কেন্দ্রীয় নির্বাচন কমিটির নির্ঘণ্টে অনুমোদন দিয়েছে। সেই হিসেবে সভাপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। মনোনয়ন জমা হবে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়ন পরীক্ষার দিন ধার্য হয়েছে ১ অক্টোবর। ৮ অক্টোবরের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে হবে। ১৭ অক্টোবর যদি প্রয়োজন হয়, অর্থাৎ একাধিক মনোনয়ন জমা পড়ে, তাহলে নির্বাচন হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। ১৯ তারিখ ভোটগণনা ও ফল ঘোষণা করা হবে।গান্ধী পরিবার ঘনিষ্ঠ নেতারা সভাপতি হিসেবে ফের রাহুল গান্ধীকেই চাইছেন৷ কিন্তু, তাঁকে এখনও রাজি করানো যায়নি৷ এই পরিস্থিতিতে কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে৷