গুজরাতের ভুজে ‘স্মৃতি বন মেমোরিয়াল’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ২০০১ সালে গুজরাতের কচ্ছ এলাকায় ভয়াবহ ভূমিকম্প হয় ৷ তাতে অসংখ্য মানুষের মৃত্যু হয় ৷ আহত ও গৃহহীন হন আরও বহু মানুষ ৷ কিন্তু, দুর্বিপাকে পড়েও দুর্গতরা তাঁদের সহনশীলতা হারাননি ৷ উপরন্তু, অন্য আক্রান্তদের দিকে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত ৷ তাঁদের সেই সাহসকে কুর্নিশ জানাতে এবং ভূমিকম্পে প্রয়াতদের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করতেই রবিবার এই স্মৃতিশৌধটির উদ্বোধন করেন মোদি ৷ প্রায় ৪৭০ একর জমির উপর এই ‘স্মৃতি বন মেমোরিয়াল’ তৈরি করা হয়েছে ৷ ভূমিকম্পের কবলে পড়ে যাঁদের সেদিন মৃত্যু হয়েছিল, তাঁদের সকলের নাম এই স্মৃতিশৌধের গায়ে লেখা হয়েছে ৷ একইসঙ্গে, এই চত্বরে একটি সংগ্রহশালাও গড়ে তোলা হয়েছে ৷ যার নাম দেওয়া হয়েছে, ‘স্মৃতি বন ভূমিকম্প মিউজিয়াম’