মেঘালয় বিধানসভা নির্বাচন আসন্ন। সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রথম দিকেই এই রাজ্যে নির্বাচন হওয়ার কথা। কিন্তু তার আগেই চাপ বাড়ল কংগ্রেসের। কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আমপারিন লিংডোহ শতাব্দী প্রাচীন পার্টি থেকে ইস্তফা দিয়েছে। বর্তমানে তিনি ক্ষমতাসীন ন্যাশানাল পিপিলস পার্টি বা এনপিপিতে যোগ দিতে চলেছেন। যদিও তিনি নিজে দল বদলের বিষয়ে কিছু জানাননি। তবে সোশ্যাল মিডিয়ায় পদত্যাগের কথা জানিয়েছেন। লিংডোহ একটি টুইট বার্তায় জানিয়েছেন,তিনি জাতীয় কংগ্রেস থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন। নিজের পদত্যাগপত্রের একটি প্রতিলিপি শেয়ার করেছেন। ট্যাগ করেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে।