রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র স্লোগান ও লোগো শনিবার প্রকাশ করল কংগ্রেস ৷ এ দিন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দুই সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ও কেসি বেণুগোপাল এই স্লোগান ও লোগো প্রকাশ্যে আনেন ৷ এই যাত্রায় কংগ্রেসের স্লোগান হতে চলেছে ‘ন্যায় কা হক মিলনে তক’ ৷ অর্থাৎ সুবিচারের অধিকার না পাওয়া পর্যন্ত ৷ দিল্লিতে এআইসিসির সদর দফতরেই এই স্লোগান ও লোগো প্রকাশের অনুষ্ঠান হয় ৷ সেখানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, রাহুল গান্ধির নেতৃত্বে আমরা ১৪ জানুয়ারি থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করছি । ভারত জোড়ো ন্যায় যাত্রা দেশের জনগণকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচার দেওয়ার জন্য আমাদের শক্তিশালী পদক্ষেপ ।’’তিনি আরও বলেন, ‘‘আমরা জনগণের মধ্যে গিয়ে তাঁদের জানাচ্ছি যে অন্য কোনও উপায় নেই । আমরা সংসদে কথা বলার চেষ্টা করেছি এবং বিষয়গুলো তুলে ধরেছি । কিন্তু সরকার আমাদের কোনও সুযোগ দেয়নি । ইতিহাসে প্রথমবারের মতো ১৪৬ জন সংসদ সদস্যকে বরখাস্ত করা হয়েছে । একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও তোপ দাগেন খাড়গে ৷ তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী মোদি) অন্তত লোকসভায় এসেছিলেন ৷ কিন্তু একবারও রাজ্যসভায় উঁকি দেননি ।’’ হিংসাদীর্ণ মণিপুরে প্রধানমন্ত্রীর না যাওয়া নিয়েও সমালোচনা করেন খাড়গে ৷রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামী ১৪ জানুয়ারি মণিপুরের ইম্ফল থেকে শুরু হবে ৷ আগামী ২০ বা ২১ মার্চ মুম্বইয়ে এই কর্মসূচি শেষ হবে ৷ এই সময়ের মধ্য়ে ইম্ফল থেকে মণিপুরের মধ্যে তিনি ৬৭১৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবেন ৷ এর মধ্যে ১০০টি লোকসভা কেন্দ্র এবং 337টি বিধানসভা আসন থাকছে ৷ দেশের এই অংশের ১১০টি জেলায় রাহুলের এই যাত্রা ছুঁয়ে যাবে ৷