জেলা

সিবিআই অফিসার পরিচয়ে কোটি কোটি টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

পুজোর মরশুমে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল । অভিযোগ, সিবিআই অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করা হয়েছিল বলে অভিযোগ ৷ পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ৷ অভিযুক্তের নাম হানিফ সরদার ৷ তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকায় ৷ ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ তাঁকে বুধবার রাতে গ্রেফতার করে ৷ তাঁর বাড়ি থেকে রিজার্ভ ব্যাংকে টাকা জমার ভুয়া শংসাপত্র পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর । পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নিজেকে সিবিআইয়ের স্পেশাল অফিসার দাবি করতেন এই হানিফ সরদার । এলাকায় দাপট ছিল এই হানিফ সরদারের ৷ তিনি মানুষকে সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন ৷ অভিযোগ পেয়ে বুধবার রাতেই অভিযান চালায় পুলিশ ৷ উস্তির বাড়ি থেকেই গ্রেফতার হন অভিযুক্ত ৷ সিবিআই স্টিকার দেওয়া একটি গাড়িও বাজেয়াপ্ত হয়েছে ৷ উদ্ধার হয়েছে সিবিআইয়ের নকল পরিচয়পত্র ৷ বৃহস্পতিবার তাঁকে পেশ করা হয় ডায়মন্ড হারবার মহকুমা আদালতে ৷ আদালত তাঁকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, এই প্রতারণার ঘটনায় হানিফের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হবে ৷ পাশাপাশি মোট কত টাকার প্রতারণা হয়েছিল, তাও জানার চেষ্টা করা হবে হানিফের কাছ থেকে ৷