বিদেশ

ইউরোপে করোনা ভাইরাসের টিকার অনুমোদনে সময় লাগবে প্রায় এক বছর!

নোভেল করোনা ভাইরাস প্রতিরোধের জন্য নতুন একটি টিকার অনুমোদন হতে আগামী এক বছর সময় লাগতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নের ওষুধের অনুমোদন দেওয়া একটি সংস্থা এ তথ্য দিয়েছে। ইউরোপীয় ওষুধ সংস্থার(ইএমএ) টিকা বিভাগের প্রধান মার্কো কাভাারেরি বলেন, টিকা উদ্ভাবনের প্রক্রিয়া এগিয়ে নিতে তারা ৩৩টি ওষুধ উৎপাদন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু সেপ্টেম্বর নাগাদ কোনো টিকার প্রস্তুতি নিয়ে তিনি সন্দিহান। তিনি আরও বলেন, টিকা উদ্ভাবনে একেবারে শূন্য থেকে শুরু করার পর তা অনুমোদনে এখন থেকে ১২ মাস সময় লাগবে। যা ২০২১ সাল থেকে শুরু হবে।টিকা পরীক্ষা-নিরীক্ষার তৃতীয় পর্যায়টি এড়িয়ে যাওয়ার বিষয়টিতে তিনি অস্বীকার করেছেন। তিনি বলেন, টিকা ফলপ্রসূ ও কার্যকর হওয়ার জন্য এটার খুবই দরকার পড়বে।করোনা ভাইরাসের জন্য ১১৫টি ভিন্ন চিকিৎসার কথাও ভেবে দেখছে ইএমএ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে ভাইরাসটিতে বিশ্বজুড়ে তিন লাখের মতো লোকের মৃত্যু হয়েছে।এসবের মধ্যে কয়েকটি চিকিৎসা চলতি গ্রীষ্মের শুরুতে অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন মার্কো। কিন্তু কোন কোন ওষুধগুলো অনুমোদন হতে পারে, তা স্পষ্টভাবে উল্লেখ করেননি ইএমএ প্রধান।

প্রতীকী ছবি।